Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

59জঙ্গিবাদের সঙ্গে সৌদি রাজপরিবারের এক সদস্য জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গুয়ানতানামো বে কারাগারে আটক এক ব্যক্তি মার্কিন সেনা কর্মকর্তাদের এ তথ্য দিয়েছেন। আন্তর্জাতিক জঙ্গি সংহঠন আল-কায়েদার জন্য বোমা তৈরির অভিযোগে ওই ব্যক্তি আটক রয়েছেন।
ওই ব্যক্তির দাবি, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার আগে সৌদি রাজপরিবারের এক সদস্য তাকে জঙ্গি কার্যক্রম ও হামলা চালানোর জন্য তাকে নিয়োগ দেন।
ঘাশান আব্দাল্লাহ আল-শারবি নামের ওই ব্যক্তি জানান, এক ধর্মীয় ব্যক্তিত্ব তাকে নিয়োগের আগে ফোনালাপের সময় অপরপাশের ব্যক্তিকে ‘ইওর হাইনেস’ বল সম্বোধন করেন। এর পরেই তিনি সেখান থেকে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং ষড়যন্ত্রে অংশ নেন। এসময় তাদের বিমান চালনাও শেখানো হয় বলে জানান তিনি।
এদিকে সেপ্টেম্বর/১১ কমিশনের কাছে হামলার ঘটনায় সৌদি রাজপরিবারের কোনো সদস্য বা সরকারের উপর মহলের কারো সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ নেই। এছাড়া সৌদি কর্তৃপক্ষ ঘটনার পর থেকেই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করে আসছে।
আল-শারবি আরো জানান, ২০০১ সালের শুরুর দিকে তিনি সহ আরো দুই ব্যক্তি ফ্লাইট স্কুলে বিমান পরিচালনার প্রশিক্ষণ নেন। শারবির ধারণা, ওই দুই ব্যক্তিই পরবর্তী সময়ে টুইন টাওয়ার ও পেন্টাগন সদর দপ্তরে বিমান হামলা চালিয়েছিল।
এদিকে ওয়াশিংটনের সৌদি অ্যাম্বেসির পক্ষ থেকে শারবির বক্তব্যকে প্রত্যাখ্যান করা হয়েছে। তাদের দাবি সেপ্টেম্বর কমিশন এবং এফবি আইয়ের তদন্তে হামলার সঙ্গে সৌদি কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।