মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় মেহেরপুরে আরো এক প্রাণ ঝরেছে। এবার স্যালো ইঞ্চিন চালিত অবৈধ যান আলগামন উল্টে ফয়েজান খাতুন (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। আজ রোববার সকালে দীনদত্ত ব্রীজের কাছে দুর্ঘটনায় আহত ফয়েজান চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে মেহেরপুর জেনারেল হাসপতালে মৃত্যু বরণ করেন।
নিহত ফয়েজান খাতুন সদর উপজেলার রাজনগর গ্রামের হায়াত আলীর স্ত্রী। এর আগে শনিবার সন্ধ্যায় মোটর সাইকেল চালক চাঁদপুর গ্রামের সেনা সদস্য সুরুজ আলী নিহত হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে নছিমনযোগে মেহেরপুর শহরের উদ্দেশ্যে আসছিলেন ফয়েজানসহ কয়েকজন যাত্রী। মেহেরপুর-চুয়াড়াঙ্গা সড়কের দীনদত্ত ব্রীজের কাছে পৌঁছলে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গুরুতর আহত ফয়েজান ও বাগোয়ান গ্রামের সাগরা খাতুনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপতালে ভর্তি করে।
ফয়েজানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেডিকেল অফিসার শাহীনুজ্জামান জানান, চিকিৎসাধীন সাগরা খাতুনের অবস্থাও আশংকাজনক।
প্রসঙ্গত, ঈদের আগের দিন থেকে আজ রোববার পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে কয়েকটি সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে।