চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আনসার ক্লাবের সামনে থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দুই হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতরকৃতের নাম মোঃ কবির হোসেন (৪০)। সে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার সুবিল মধ্যম পাড়া সুন্দর আলী মুন্সি বাড়ীর মৃত আব্দুল বারেকের ছেলে।
গতকাল শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
সিএমপি জনসংযোগ বিভাগ এনবিএস জানায়, গ্রেফতারকৃত কবির দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে কম দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রয় করে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।