ফুলবাড়ী উপজেলার মধ্যসুলতানপুর জামে মসজিদের ওয়াল ঘেষে প্রতিপক্ষরা খাল খনন করায় মসজিদটি ধ্বসে পড়ার আশংকা দেখা দিয়েছে। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ৮নং ওয়ার্ডের মধ্যসুলতানপুর গ্রামের মৃত আলহাজ্ব মছির উদ্দিন মন্ডল এর পুত্র মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বুলবুল হোসেন এর লিখিত অভিযোগে জানা যায় গত ৩ বছর আগে এলাকার বিভিন্ন বিত্তশালী লোকজনের সাহায্যে মসজিদটি সবেমাত্র নির্মাণ করা হয়।
নির্মাণ করার পর সকলের সাহায্যে মসজিদটি সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং মুসল্লিদের নামায আদায়ের জন্য মসজিদটির কাজকর্ম চলছে। এরই মধ্যে মধ্যসুলতানপুর গ্রামের মৃত জামাল উদ্দিন মন্ডল এর পুত্র মোঃ ফয়েজ উদ্দিন মন্ডল আব্দুল রাজ্জাক ও মোঃ দেলজার আলী, মোঃ ওয়াহেদ আলীর পুত্র মোঃ মঞ্জুরুল ইসলাম মৃত সিরাজ উদ্দিন মন্ডলের পুত্র মোঃ মাহবুব হোসেন ও আব্দুল আজিজ মন্ডলের পুত্র মোঃ রাজু তারা মসজিদটিকে ধ্বংস করার জন্য মসজিদের ওয়াল ঘেষে এক বিশাল গর্ত করে। মসজিদ কমিটিকে না জানিয়ে। মসজিদ সংলগ্ন ওয়াল ঘেষে খাল খনন করায় মসজিদের ওয়ালের ফাটল দেখা দিয়েছে। যেকোন মূহুর্তে ছাদ ধ্বসে পড়তে পারে। মসজিদ কমিটির লোকজন ওয়াল সংলগ্ন জায়গায় খাল খনন করতে বাধা দিলে মসজিদ কমিটির কথা না শুনে জোর করে তারা খনন করে। ফলে বর্তমান মসজিদটিতে নামায পড়তে মুসল্লিরা ভয় পাচ্ছেন। কারণ যেকোন মূহুর্তে ধ্বসে পড়তে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে মসজিদ কমিটি ও প্রতিপক্ষদের মধ্যে অনেক ঝগড়া ঝাটি হয়।
এতে প্রতিপক্ষরা আরো ক্ষুদ্ধ হয়ে মসজিদ কমিটিকে হুমকি প্রদান করেন। এই পরিপ্রেক্ষিতে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বুলবুল বাদি হয়ে ফুলবাড়ী থানায় এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবকে একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মোঃ আব্দুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে এলাকার মুসল্লিগণ এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।