Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মৌলভীবাজারে তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারমৌলভীবাজারের কমলগঞ্জে সকাল বেলা মক্তবে যাওয়ার সময় গ্রামের একটি মুরগির খামারের তারে বিদ্যুতায়িত হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে আবুল হাসান চৌধুরীর মুরগির খামারে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৭টায় কেছুলোটি গ্রামের তাজুদ আলীর একমাত্র ছেলে কেছুলোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র শাওন (৮) আরবি পড়তে স্থানীয় মক্তবে যাচ্ছিল। পথি মধ্যে আবুল হাসান চৌধুরীর মুরগির খামারের মুরগির আওয়াজ শুনে কাছে এগিয়ে গেলে আর্থিং করা বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে স্কুল ছাত্র শাওন মারা যায়। খামার মালিক দ্রুত শাওনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খামার মালিক সরাসরি কোন কথা না বললে তার স্বজনরা জানান, বন বিড়ালের উপদ্রবের কারণে সম্প্রতি মুরগির খামার ঘরে বৈদ্যুতিক আর্থিং করা হয়েছিল। সেই আর্থিং তারে জড়িয়ে ছাত্রটি দুর্ঘটনায় পড়ে মারা গেছে।

শমমেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।