পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন আগামী বৃহস্পতিবার। ঐদিন বিকেলে সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী ২২ সেপ্টেম্বর হজ পালন শেষে খালেদা জিয়া দেশে ফিরে আসলে সেদিন তাকে ‘যথাপযুক্ত সম্বর্ধনা’ দেয়া হবে।
গত ৭ সেপ্টেম্বর সৌদি বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করতে যান বেগম খালেদা জিয়া। পরবর্তীতে লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান তার পরিবারসহ এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যরা হজ পালন করতে সৌদি আরব যান।
এদিকে হজ শেষে শনিবার মক্কায় বিদায়ী তাওয়াফ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় পরিবারের সদস্য ও সফরসঙ্গীরা তার সঙ্গে ছিলেন। বর্তমানে তিনি সপরিবারে মদিনা রয়েছেন।