সুস্থ হয়ে উঠছেন তামিম ইকবাল। বাম হাতের কনিষ্ঠ আঙুলে চোট সেরে উঠছে তার। আশা করা যাচ্ছে দুই-একদিনের মধ্যেই পুরোদমে ব্যাটিং শুরু করতে পারবেন এই ড্যাশিং ওপেনার। বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী আশা করছেন আফগানিস্তানের বিপক্ষেই মাঠে নামার মতো ফিট হয়ে উঠবেন তামিম।
জানা গেছে তামিম নিজেও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার জন্য মুখিয়ে আছেন। চিকিৎসকের সবুজ সংকেত পেলেই ব্যাট হাতে মাঠে নেমে পড়বেন তিনি।
গত ২৭ আগস্ট মিরপুরে অনুশীলনের সময় বাম হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান তামিম। এক্সরে রিপোর্টে আঙুলের হাড়ে ফাটল ধরা পড়ে। এরপর থেকে ব্যাট হাতে না নিলেও দৌড় ও অন্যান্য হালকা অনুশীলনগুলো করেছেন তামিম।
তামিমের চোট প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, তামিমের আঙুলের চোট অনেকটাই সেরে উঠেছে। কিছুদিনের মধ্যেই পুরোদমে ব্যাটিং শুরু করতে পারবেন তিনি।
দেবাশীষ বলেন, ‘তামিমের অবস্থা এখন আগের থেকে অনেক ভালো। এখন সবকিছু নির্ভর করছে তামিমের উপর। দুই-তিন দিন ব্যাটিংয়ের পর ও যদি বুঝে যে ভালো অবস্থানে আছে তাহলে তো হলই। আমার মনে হয় আফগানিস্তান সিরিজ ও ভালোমতোই খেলতে পারবে।’
আজ আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অনুশীলনে ছিলেন তামিম ইকবালও।