Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

narail-boat-rqce-photo-2

খোলা বাজার২৪, সোমবার, ১৯ সেপ্টেম্বর২০১৬: নড়াইল জেলার বাৎসরিক ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সদর উপজেলার তুলারামপুর কাজলা নদীতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলার পুড়াডাঙ্গি হতে তুলারামপুর ব্রিজ পর্যন্তু নৌকা বাইচ প্রতিযোগিতায় ১২টি নৌকা অংশগ্রহণ করে। নৌকা বাইচ দেখতে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার দর্শক কাজলা নদীর পাড়ে ভিড় করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন নড়াইল সদর উপজেলার এগারোখানের মা মনোসা নৌকা পুরস্কার হিসেবে নগদ ১৬ হাজার টাকা, দ্বিতীয় স্থান খুলনার তেরখাদার সোনার হরিণ নৌকা পুরস্কার হিসাবে নগদ ১২ হাজার টাকা এবং তৃতীয়স্থান অধিকার করেন একই এলাকার জল বিদ্যুৎ নৌকা পুরস্কার হিসাবে নগদ ৭ হাজার টাকা পুরস্কার পায়।
তুলারামপুর বাজার বনিক সমিতির আয়োজনে কমিটির সভাপতি জিল্লুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে নৌকবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস।
এ সময় প্রকৌশলী আবুল কালাম, তুলারামপুর ইউপি চেয়ারম্যান বুলবুল আহম্মেদ, তুলারামপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।