খোলা বাজার২৪, সোমবার, ১৯সেপ্টেম্বর২০১৬: পবিত্র হজ পালন শেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করতে জেদ্দা থেকে মদিনা মুনাওয়ারায় পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা।
শনিবার সৌদি আরব সময় রাত ১০টা ৪০ মিনিটে খালেদা জিয়া, তারেক রহমানসহ পরিবারের সদস্যরা মদিনা পৌঁছান। এর আগে জেদ্দা থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মদিনার উদ্দেশে রওনা দেন তারা।
মদিনায় রয়েল প্রটোকলের সিনিয়র কর্মকর্তা এসময় বিমান বন্দরে বাংলাদেশের দুই নেতাকে স্বাগত জানান। বিএনপিসহ বিভিন্ন প্রদেশ থেকে আসা বিএনপির অসংখ্য নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত হয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মদিনা এয়ারপোর্ট থেকে বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পরিবারের সদস্যরাসহ মসজিদে নববির পাশে হিলটন হোটেলে পৌঁছান।
সাথে রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে জায়েমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান।
বাদশা সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে ৮ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তারেক রহমান হজ্জ পালনে সৌদি আরব পৌঁছান।