Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
1474181951
খোলা বাজার২৪, সোমবার, ১৯সেপ্টেম্বর২০১৬: বাংলা গানে অবদানের জন্য কিংবদন্তী গায়িকা লতা মুঙ্গেশকরকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করছে পশ্চিমবঙ্গ সরকার। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
মমতা বন্দোপাধ্যায় বলেছেন, লতা মুঙ্গেশকর বাংলায় অনেক অসাধারণ গান গেয়েছেন। তার এই অবদানের প্রতি সম্মাননা জানাতে চলতি বছর তাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছি। আমি তাকে এই বিষয়ে বলেছি। তিনি রাজি হয়েছেন।মুখ্যমন্ত্রী বলেছেন, দুর্গা পূজার পর মুলতা ঙ্গেশকরের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এরই মধ্যে এ সংক্রান্ত চিঠি তার কাছে পৌঁছে দেয়া হয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২০১১ সাল থেকে বঙ্গবিভূষণ পুরস্কার দিয়ে আসছে তৃণমূল কংগ্রেস সরকার।