ইংল্যান্ড ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মরগ্যানের বাংলাদেশ সফরে না আসার বিষয়ে বাংলাদেশের চাইতেও বেশি সমালোচনা করেছে ইংলিশ মিডিয়া। কিন্তু সবার আগে বাংলাদেশে আসার ঘোষণা দিয়ে নন্দিত হয়েছেন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। এবার টেস্ট ক্রিকেটারদের থেকে তিনি আগেভাগেই বাংলাদেশে আসবেন বলে জানা গেছে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দুটি দুই দিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড। টানা চার দিন মাচ দুটি হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে, ১৪ থেকে ১৭ অক্টোবর। আর ১০ অক্টোবরের পর যেকোন সময় পৃথিবীতে আসবে কুক দম্পতির দ্বিতীয় সন্তান। স্ত্রীর পাশে থাকতে সেসময় দেশে ফেরার কথা রয়েছে কুকের। এজন্য হয়তো প্রস্তুতি ম্যাচ দুটি খেলতে পারবেন না অধিনায়ক। তাই টেস্ট দলের অন্য সদস্যরা ১০ অক্টোবর বাংলাদেশে আসলেও অনুশীলন করার জন্য কুক আসবেন ২ বা ৩ অক্টোবর।