দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন কারাত প্রতিযোগীতা খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্ভোধন করেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জাকির হোসেন (পিবিজিএমএস)।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে রংপুর রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন কারাত প্রতিযোগীতা খেলার বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্ভোধন করেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জাকির হোসেন (পিবিজিএমএস)। এ সময় উপস্থিত ছিলেন ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কোরবান আলী। ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত রংপুর রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন কারাতে প্রতিযোগীতা খেলার সার্বিক দায়িত্বে ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর একেএম হাসিবুল নবী।
রংপুর রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন কারাত প্রতিযোগীতায় অংশ নেন ১ বিজিবি রাজশাহী, ৭ বিজিবি রংপুর, ৯ বিজিবি চাপাইনবাবগঞ্জ, ১৪ বিজিবি নওগার পতœীচান, ১৫ বিজিবি লালমনির হাট, ১৮ বিজিবি পঞ্চগড়, ৪৫ বিজিবি কুড়িগ্রাম, ৫৬ বিজিবি নীলফামারী, ১৬ বিজিবি নওগা, ৪২ বিজিবি দিনাজপুর।
খেলার শুরুতেই ২৯ বিজিবি ফুলবাড়ী একটি স্বর্ণ ও ৭ বিজিবি রংপুর রৌপ পান। রংপুর রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন কারাত প্রতিযোগীতার খেলায় উপস্থিত ছিলেন বিজিবির পদস্থ কর্মকর্তা, কর্মচারী, সৈনিকগণ। এছাড়া ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খেলার পুরো আয়োজনে ছিলেন ২৯ বিজিবি ফুলবাড়ী।