Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24দীর্ঘ ১ বছর ২ মাস যাবত সরকারের নির্দেশে সারাদেশব্যাপী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্যদেরকে কোন যথাযথ মর্যাদা বা সম্মানী ভাতা দেয়া হচ্ছে না। তারই ধারাবাহিকতায় শরীয়তপুরের ৬টি উপজেলার ২৩ জন সংরক্ষিতি মহিলা সদস্য নির্বাচিত সদস্যদের কে ও কোন মর্যাদা বা সম্মসানী ভাতা প্রদান করা হচ্ছেনা। তাই জেলার ৬টি উপজেলার ২৩ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্যগন সোমবার সকাল সাড়ে ১১ টায় শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছ্নে।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট এক স্বারকলিপি পেশ করেন। জেলা প্রশাসকের পক্ষে স্বারকলিপি গ্রহন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ অবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা আসনের সদস্য সায়মা আকতার সদর,মেহেরুন নেছা সদর, শাহনাজ পারভিন সদর, জাকিয়া সুল সুলতানা সদর, ইয়াসমীন বেগম গোসাইরহাট, সুফিয়া ইসলাম গোসাইরহাট, রওশান আরা গোসাইরহাট, রেবা আক্তার জাজিরা, ববি আকতার জাজিরা, আলেয়া বেগম জাজিরা, মাকসুদা বেগম জাজিরা, হাওয়া বেগম ভেদরগঞ্জ, নাসিমা বেগম ভেদরগঞ্জ, শামিমা বেগম ভেদরগঞ্জ, আছিয়া বেগম ভেদরগঞ্জ , মাফিয়া বেগম ভেদরগঞ্জ, শাহজাদি বেগম ডামুড্যা , মায়া বেগম ডামুড্যা, শাহনাজ বেগম ডামুড্যা, মুক্তা বেগম নড়িয়া ।

এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।