Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26kবব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টি দিয়ে বিক্রি করছে টেক ডিভাইস বিক্রেতা প্রতিষ্ঠান ‘ডিভাইস মামা’। বাংলাদেশে প্রথমবারের মতো এমন সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী ৩-৬ মাস পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা পাওয়া যাবে।
ওয়ারেন্টির আওতায় রয়েছে সকল পার্টস ও সার্ভিস। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকর্ষণীয় মূল্য ও ওয়ারেন্টি থাকায় সাধারণ ব্যবহারকারির পাশাপাশি অনেক কর্পোরেট প্রতিষ্ঠানও ব্যবহৃত ল্যাপটপ কিনছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.devicemama.com এ ভিজিট করে চলতি স্টকের ছবি, কনফিগারেশন ও হালনাগাত মূল্য পাওয়া যাবে।
প্রসঙ্গত, ‘ডিভাইস মামা’ সিস্টেমআই টেকনোলজিস লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।