Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

kurigramকুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের বাইটকামারী গ্রামে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ভেতর থেকে ঘরের দরজা বন্ধ অবস্থায় স্বামী গোলাম হোসেন(৩৫) এর ঝুলন্ত ও স্ত্রী শিল্পী খাতুন(২৭) এর মেঝেতে পড়ে থাকা লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ সোমবার সকাল ৭টায় গোলাম হোসেনের মা বাহাতন ছেলে ও বউয়ের ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় ডাকাডাকি করতে থাকে। তাদের কোন সাড়া না পেয়ে এক পর্যায়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে ছেলেকে ঝুলন্ত ও ছেলের বউকে মেঝেতে পড়ে থাকতে দেখে। তার চিৎকারে এলাকাবাসী এসে তাদেরকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে রৌমারী থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।তবে এলাকাবাসীর ধারনা তাদেরকে কুপিয়ে কেউ হত্যা করেছে।রৌমারী থানার অফিসার ইনচার্জ এবিএম সাজেদুল ইসলাম জানান, গোলাম হোসেনের মাথায় বটির কোপের দাগ রয়েছে। আর স্ত্রী শিল্পী খাতুনের গলায় আঘাতের চিহ্ন ও জিহবা বের হওয়া অবস্থায় ঘরের মেঝেতে পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।