নেত্রকোণার কেন্দুয়ায় দুই বাড়িতে মাটি খুড়ে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রোববার শেষ রাতে কেন্দুয়া পৌরশহরের দিগদাইর বাগপাড়া এলাকা থেকে এই গাঁজা উদ্ধার হয়। এ ঘটনায় আটক দুইজন হচ্ছেন, দিগদাইর বাগপাড়া এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে আসাদুল মিয়া (২৫) ও মৃত ফরহাদ মিয়ার ছেলে আব্দুল আলী (৬০)।
আটকদের মাদক ব্যবসায়ী বলে দাবি করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভি রঞ্জন দেব।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে আসাদুলের বাড়িতে অভিযান চালানো হয়েএ সময় আসাদুলের ঘরের ভেতরে মাটি খুড়ে দুইটি প্লাষ্টিকের বস্তার ভেতরে দুই কেজি করে গাঁজার একেকটি প্যাকেটের মোট আটটি প্যাকেট পাওয়া যায়।
পরে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যে পাশের শহীদ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। শহীদের ঘরের ভেতর ও বাইরে মাটি খুড়ে পাওয়া যায় চারটি প্লাষ্টিকের ড্রাম। এই ড্রামের ভেতরে দুই কেজি করে গাঁজার একেকটি প্যাকেটের মোট ২০টি প্যাকেট পাওয়া যায়।
অভিযানের সময় মহীদ ও তার স্ত্রী পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। উদ্ধার এই ৫৬ কেজি গাজার আনুমানিক মূল্য দুই লাখ ৮০ হাজার টাকা হবে বলে জানান ওসি।
ওসি আরো জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক আইনে থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই)আবুল খায়ের বাদি হয়ে পৃথক দুইটি মামলা করা হয়েছে।একটিতে আটকদুইজনসহ শহীদকে আসামী করা হয়েছে।এই মামলায় আটকদের গ্রেপ্তার দেখানো হয়েছে।অপর মামলায় শহীদ ও তার স্ত্রীসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামী করা হয়েছে।বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।