নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর উপজেলা হাতিয়ায় পুলিশের টহলধারী গাড়ি চাপায় সৈকত (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার আফাজিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৈকত চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের মো. শরীফের ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এনবিএসকে জানান, পুলিশের অনুমোদিত একটি লোকাল বাস দুপুরের দিকে শিশুকে চাপা দেয়। পরে তাকে হাসপাতাল ভর্তি করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।