মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রাম থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী এনামুল হককে (২৫) আটক করেছে পুলিশ। গতরাত দুইটার দিকে মুজিবনগর থানা পুলিশের একটি দল তার নিজ বাড়িতে এ অভিযান চালায়। আটক এনামুল হক জয়পুর গ্রামের হারান মন্ডলের ছেলে ও এলাকার চিহ্নিতদ মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।
অভিযান পরিচালনাকারী মুজিবনগর থানা উপ পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে সীমান্তবর্তী জয়পুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় এনামুলের বাড়ি থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। সে এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। এনামুলের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজই আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।