হবিগঞ্জে ম্যালেরিয়া ও বাহক বাহিত রোগ নির্মূলের ভবিষ্যত করণীয় এবং সিলেট বিভাগের প্রাক নির্মূল কমসূচীর উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ, জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে হবিগঞ্জ পুরাতন ষ্টেডিয়ামে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়ের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির।এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র,ডাঃ গৌরমনি সিনহা,ডাঃ অসিত রঞ্জন দাশ,ডাঃ আবুল খায়ের মোঃ শামসুজ্জামান প্রমুখ। উল্লেখ উক্ত আলোচনা সভায় সিলেট বিভাগের ৪টি জেলার মাঠ প্রযায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহন করেন।