চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শারমিনের নেতৃত্ব দেন। অভিযানকালে বায়েজিদ বোস্তামী থানাধীন পাঁচলাইশ ওয়ার্ডের হাজী পাড়া সড়কের প্রায় ৩ কিলোমিটার রাস্তার উভয় পার্শ্বের জায়গা দখলমুক্ত করা হয়।
এসময় অবৈধভাবে নির্মিত সীমানা দেওয়াল ও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রকৌশল বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।