মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকায় কাদের ফিশিং নেট কারখানায় অভিযান চালিয়ে এক কোটি ৯৭ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত , যার মূল্য আনুমানিক প্রায় এক কোটি টাকা বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা।
আজ সোমবার দুপুর ১২ টার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন,উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজাদা খসরু ও র্যাব ১১ নারায়নগঞ্জ ক্যাম্পের এএসপি মাসুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।
এ সময় কাদের ফিশিং নেট কারখানায় অভিযান চালিয়ে ১(এক) কোটি ৯৭ লক্ষ মিটার কারেন্টজাল জব্দ ও কারখানার মালিকপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত নিষিদ্ধ কারেন্টজাল ও কারেন্টজাল তৈরীর কাঁচামালগুলো নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে আগুনে পুঁড়িয়ে বিনিষ্ট করা হয়।