Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে আব্বাস আলী (৩২) নামে এক বাক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে তেঁতুলিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আব্বাস আলী দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে দেখতে না পেয়ে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরের পানির নিচ থেকে ওই বাক প্রতিবন্ধীকে মৃত অবস্থায় উদ্ধার করে।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র পুকুরে ডুবে ওই প্রতিবন্ধীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।