মুন্সিগঞ্জে নব্য যোগদানকৃত জেলা প্রশাসক সায়লা ফারজানার স্থানীয় সুধী সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে মত বিনিময় সভায় জেলা প্রশাসক সায়লা ফারজানর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক (উপসচিব) আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদ, জেলা পরিষদ সচিব শারবান তাহুরা, মুন্সিগঞ্জ পৌর মেয়র ফয়সাল বিল্পব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিছ, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন বার্মা, মুক্তিযোদ্ধা কাদের মোল্লা, মুন্সিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি রাসেল মাহমুদ, সাধারন সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, মীর নাসির উদ্দিন উজ্বল, সাধারন সম্পাদক তানভীর হাসান, সাংবাদিক এম.এম.রহমান, সাবেক ছাত্রলীগের সভাপতি এড.গোলাম মাওলা তপন,এড. শাহীন মোহাম্মদ আমান উল্লাহ, প্রমুখ। এ সময় সভ্যতার জনপথ মুন্সিগঞ্জের বিদ্যমান নানা সমস্যা এবং করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় ।