নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপসচিব মোঃ কামাল হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে নরসিংদী প্রেস ক্লাব। এ উপলক্ষে গত রবিবার রাতে নরসিংদী প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ারের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদীর বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপ-সচিব মোঃ কামাল হোসেন, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।
নরসিংদী প্রেস ক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক, সাবেক সভাপতি নিবারণ রায় ও হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম.এ আউয়াল ও মাখন দাস, সাংবাদিক আমজাদ হোসেন, এম লুৎফর রহমান, কাজী আনোয়ার কামাল, হলধর দাস, হুমায়ুন শাহ্, মনজিল এ মিল্লাত, জয়নুুল আবেদীন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট মেহেদী হাসান ও মোঃ শাহ আলম মিয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোঃ কামাল হোসেন নরসিংদীতে দীর্ঘ প্রায় ৪ বছর সরকারী গরু দায়িত্ব পালনের পর প্রমোশন নিয়ে ঢাকায় বদলী হয়েছেন।