Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

নওগাঁয় জেলা আওয়ামীলীগের নব-গঠিত কমিটির ৭১ সদস্যর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কিউ এম ওয়াহেদুজ্জামান খান বাদশা, কাজী রেজাউল ইসলাম, নির্মল কৃঞ্চ সাহা, শাহিন মনোয়ারা হক, সাধারন সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের হুইপ এ্যাডঃ শহিদুজ্জামান সরকার বাবলু, ইসরাফিল আলম এমপি, জহুরুল ইসলাম ইদুল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, স.ম জাবেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ চন্দ্র মজুমদার গোপাল, প্রচার সম্পাদক দিলিপ চক্রবর্তী, উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম তরফদার সাবু, উপ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল, অর্থ সম্পাদক আব্দুল খালেক, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসার শরিফুল ইসলাম খান, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম ব্রহানী সুলতান মামুদ গামা, সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরী প্রমুখসহ উপজেলা ও পৌর কমিটির সভাপতি-সম্পাদক এসময় উপস্থিত ছিলেন।

নব-গঠিত কমিটি দলের সভানেত্রী ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন পাওয়ার পর এই পরিচিতি সভা অনুঠিত হয়। উক্ত পরিচিতি সভায় বক্তাগন বলেন, আওয়ামীলীগের জন্ম হয়েছে বলেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ত্বরান্বিত হয়েছে। আওয়ামীলীগ এদেশের মানুষের গণতন্ত্র, অসা¤প্রদায়িক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আওয়ামীলীগ মানুষের উন্নয়ন ও দাবী আদায়ের জন্যই জন্মলাভ করেছে। আগামী দিনেও বাংলাদেশের মানুষের উন্নয়ন, এগিয়ে চলা, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার সকল কাজে আওয়ামীলীগ নেতৃত্ব দেবে। পরে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন।