সোমবার বেলা দেড়টায় লৌহজংয়ের পদ্মা নদীতে ট্রলার ঘাট এলাকায় গোসল করতে নেমে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, লৌহজংয়ের থানা সংলগ্ন পদ্মা নদীতে মসজিদ ঘাট এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে নেমে রাশেদ (২০) নামের মাদ্রাসা পদ্মার স্রোতে ভেসে যায়। বাকী বন্ধুরা রাশেদকে খুঁজতে থাকে। স্রোতের তোড়ে ভেসে যায়। স্থানীয় জেলেরা জাল ফেলে এবং ট্রলার দিয়ে অনেক খোঁজাখুজি করে রাশেদের কোন সন্ধান পাননি। বন্ধুদের কাছ থেকে জানাযায়, রাশেদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজারে। সে তার পরিবারের সাথে ঢাকায় ফকিরাপুলে বসবাস করে এবং সে ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করেন।