খোলা বাজার২৪, মঙ্গলবার,২০ সেপ্টেম্বর, ২০১৬: এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ান ইউনিভার্সিটি টেকনোলজি মারা’র
মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
দেশের প্রথম গবেষণাভিত্তিক কৃষি বিশ্ববিদ্যালয়, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং মালয়েশিয়ার বৃহত্তম সরকারী বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি টেকনোলজি মারা’র মধ্যে সম্প্রতি শিক্ষা বিনিময়সংক্রান্ত এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাশিদুল হাসান এবং মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. নরমাহ ওমার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের ফলে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় এখন থেকে শিক্ষা উন্নয়নকল্পে ইউনিভার্সিটি টেকনোলজি মারা’র সাথে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, গবেষণা, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী বিনিময় করতে পারবে।