Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

sunamganjসুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রাম সংলগ্ন আতনি বিলে কাটা ফেলতে গিয়ে বজ্রপাতে ২ জেলে নিহত এবং অপর আরো ৫ জন আহত হয়েছে।

নিহতরা হলেন- ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের কনাই মিয়ার ছেলে মোঃ শামীম মিয়া(২৮),একই গ্রামের মোঃ আব্দুল হাসিমের ছেলে মোঃ তহুর আলী (২৫) এবং আহতরা হলেন একই গ্রামের হাফিজ আলীর ছেলে মোঃ হামিদ মিয়া,সাঞ্জব আলীর ছেলে রুবেল মিয়া,রহমত আলীর ছেলে মোঃ ফারুক মিয়া,আব্দুর হেকিমের ছেলে হুসেন মিয়া ও নিয়ামত আলীর ছেলে ছুরত মিয়া। আহতদের মধ্যে হামিদ মিয়া ও রুবেল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি আহতদেরকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলেরা ছোট একটি নৌকাযুগে আতনি হাওরে কাটা ফেলতে গেলে হঠাৎ বজ্রপাতে হতাহতের ঘটনাটি ঘটে। এ সময় আরো ৫ জন জেলে গুরুতর আহত হয়েছেন।

এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুর জলিল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।