Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

clash-k24জাজিরার কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কুন্ডেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুদুল লতিফ মল্লিক কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীরা বোমা বিস্ফোরন ঘটিয়েছে প্রতিপক্ষের সমর্থকদের বাড়ি ঘরে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকায় আতংক বিরাজ করছে। এ ঘটনায় জাজিরা থানায় উভয়পক্ষে দু’টি মামলা হয়েছে।

আহত আঃ লতিফ মল্লিক ও স্থানীয় সূত্রে জানাগেছে, জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ লতিফ মল্লিক ও কুন্ডেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সদস্য লিয়াকত হোসেন মল্লিকের সাথে দীর্ঘদিন যাবত স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। তারই জেরধরে সোমবার সন্ধ্যায় উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে ১নং ওয়ার্ডের মেম্বার সাহেদ আলী মল্লিকের বাড়ির পশ্চিম পার্শ্বে সংঘর্ষ বাধে। এ সময় আঃ লতিফ মল্লিক উভয় গ্রুপের সমর্থকদের কে থামাতে গেলে প্রতিপক্ষ লিয়াকত মল্লিকের হুকুমে লিয়াকত মল্লিকের সমর্থক নজরুল ইসলাম মল্লিকের নেতৃত্বে ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুন্ডেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সাধারন সম্পাদক আঃ লতিফ মল্লিকের উপর অতর্কিত হামলা করে তাকে বেদম মারপিট করে লিয়াকত মল্লিকের বাড়িতে নিয়ে আটকে রাখে।

হামলাকারীরা লতিফ মল্লিকের হাত থেকে ১টি মোবাইল ফোন ১টি স্মার্ট ফোন ও নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাকে রক্ষা করতে গেলে আলী আকবর সিকদার, বুলবুল মল্লিক ও কাসেম ছৈয়াল আহত হয়। স্থানীয় রফিক আকন আঃ লতিফ মল্লিককে উদ্ধার করে পার্শ্ববতী মুন্সিগঞ্জের বালিগাও হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে লতিফ মল্লিক কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। বাকি আহতদের কে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। লিয়াকত মল্লিকের সমর্থকরা প্রতিপক্ষ লতিফ মল্লিকের সমর্থক মোস্তফা মল্লিকের ৩টি ঘর, আক্কাস মল্লিকের ১টি ঘর ,ফারুক মাদবরের ১টি ঘর ও আবু বেপারীর ১টি ঘর ভাংচুর ও লুটপাট করে ব্যাপক ভাবে ক্ষতি সাধন করেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় উভয় গ্রুপের মোস্তফা মল্লিক ও আয়নাল মল্লিক বাদী হয়ে জাজিরা থানায় উভয়পক্ষে ৬৫ জনকে আসামী করে দু’টি মামলার হয়েছে।

মোস্তফা মল্লিক বলেন, আঃ লতিফ মল্লিক শালিস করতে আবুল বাশার মল্লিকের বাড়িতে যাওয়ার পথে লিয়াকত মল্লিকের সমর্থক ২০/২৫ জন লোক লতিফ মল্লিকের উপর হামলা করে। এ ঘটনায় ৬ জন আহত হয়। ৫/৬টি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করেছে ।

আওয়ামীলীগ নেতা লিয়াকত মল্লিক বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। লতিফ মল্লিক ও তার সমর্থকরা মল্লিক কান্দিতে আঘাত করেছে এ সংবাদ পেয়ে আমার গ্রামের লোকজন প্রতিহত করেছে।

জাজিরা থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, কুন্ডেরচর এলাকায় আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৬৫ জনকে আসামী করে মোস্তফা মল্লিক ও আয়নাল হক মল্লিক বাদী হয়ে উভয়পক্ষে দ’ুটি মামলা হয়েছে।