লালমনিরহাটের আদিতমারী উপজেলার বহুল আলোচিত কাঠ মিস্ত্রী শফিকুল হত্যা বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার সকাল ১১ থেকে ঘন্টা ব্যাপী আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে চাপারহাট লালমনিরহাট বাইপাস সড়কে মানববন্ধন করে।
মানববন্ধনে অংশ নেয়ারা জানান, আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে কাঠ মিস্ত্রী শফিকুল ইসলামকে(৪২) ২২ জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নেন ওই গ্রামের প্রভাবশালী আব্দুল মান্নানের ছেলে প্রভাবশালী হুমায়ুন কবির(৪০)।
পরদিন ২৩ জুলাই সকালে কবিরের বাড়ির পাশে^ রতœাই নদীর পাশে একটি গাছে ঝুলন্ত শফিকুলের মরদেহ উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিনা বেগম বাদি হয়ে লালমনিরহাট আদালতে একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ রহস্য জনক কারনে আসামীদের গ্রেফতার না করে টালবাহনা করছে। আসামীরা উল্টো মামলা তুলে নিতে বাদির পরিবারকে বিভিন্ন ভাবে হুমকী দিচ্ছে।
এ দিকে মামলাটি সুষ্ঠ ভাবে তদন্ত করে আসামীদের গ্রেফতারের দাবিতে লালমনিরহাট পুলিশ সুপারকে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেও কোন ফল না পাওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী আজ মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মানববন্ধনে নিহতের স্ত্রী শাহিনা বেগম, নিহতের চার বছরের ছেলে শাহীন বাবু , মেয়ে শরিফা খাতুনসহ এলাকার শত শত নারী পুরুষ অংশ নেন।