ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামের একটি মাঠ থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
শৈলকুপার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের আইসি জামিরুল ইসলাম জানান, উপজেলার হাটফাজিলপুর গ্রামের জোয়ারদারপাড়ার মসজিদের পিছনে ধান ক্ষেতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। ৭/৮ দিন আগে কে বা কারা তাকে হত্যা করে এ স্থানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।