Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kনিষিদ্ধ ঘোষিত জামায়েতুল মুজাহিদীন অব-বাংলাদেশের (জেএমবি) সিরাজগঞ্জ জেলা শাখার আমির (শায়েখ) ও তার দুই ছেলেসহ চার সন্দেহভাজন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার ভোর ৫টার দিকে উল্লাপাড়ার সলঙ্গা থানার এরানদহ গ্রামের জামায়াতুল ক্যাডেট মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১০টি ককটেল, গান-পাউডার এবং বোমা তৈরির সারঞ্জাম ও বিপুল পরিমান জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
আটককৃতরা হলেন- এরানদহ গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে জেএমবির সিরাজগঞ্জ জেলা শাখার আমির মো. জয়নাল আবেদীন (৫৫), তার ছেলে বোরহান উদ্দিন (২৮) ও ইমরান আলী (২৬) এবং কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে ও জেএমবির জেলা শাখার কোষাধক্ষ মো. আবু বকর সিদ্দীক (৫০)। তাদের পুলিশ সুপার কার্যালয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গোয়ন্দো পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী বলেন, ‘এরানদহ জামায়েতুল ক্যাডেট মাদ্রাসা থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলে জেএমবির তৎপরতা ও সাংগঠনিক নেটওয়ার্ক সৃষ্টি হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ দীর্ঘদিন বিষয়টি নজরদারিতে রাখে।’
তিনি বলেন, ‘পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের নির্দেশে গোয়েন্দা পুলিশের ওসি মো. ওয়াহেদুজ্জামান এবং এস.আই রওশন আলী ও ইয়াসির আরাফাতের নেতৃত্বে চার জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০টি ককটেল, বোমা তৈরির সারঞ্জাম ও বিপুল পরিমান জিহাদি বই উদ্ধার করা হয়।’