রাজধানীর পল্টন থানার নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলের ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ মঙ্গলবার এ অভিযোগ গঠন করেন ঢাকার সিএমএম আদালত। ঢাকার দ্বিতীয় অতিরক্ত মহানগর হাকিম আলী মাসুদ শেখ আজ মঙ্গলবার আসামিদের বিচার শুরুর আদেশ দিয়ে ৪ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন রাখেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টনের ভিআইপি রোডের হোটেল ক্যাপিটালের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের কাজে বাধা, পুলিশকে হত্যাচেষ্টা ও বে আইনি সমাবেশের অভিযোগে পল্টন থানার এসআই আবু তাহের এই মামলা করেন। ২০১৪ সালের ২৮ জুলাই ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পল্টন থানার এসআই আবু জাফর।