তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে বুধবার ঢাকায় আসছে আফগানিস্তান ক্রিকেট দল।
এ দিন বিকাল ৪টা ২০ মিনিটে ভারত থেকে জেট এয়ারওয়েজের একটি বিমানে করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে দলটি।
ঢাকায় নেমে সরাসরি হোটেল রেডিসনে যাবে আফগান ক্রিকেটাররা। এই সিরিজ দিয়ে প্রায় ৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা।
আফগানিস্তান ক্রিকেট দল বিশেষ প্রস্তুতি নিতে বর্তমানে ভারতে ক্যাম্প করছে।
আগামী ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ০১ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবারাত্রির।
আফগানদের সঙ্গে সিরিজ চলাকালীন সময়েই বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল।
আগামী ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসবে ইংলিশরা।