মুন্সীগঞ্জ : টঙ্গীবাড়ীতে মাদক ও যৌতুক মামলায় ১ বছর করে সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার হাট-বালিগাও গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী খোকন চৌধুরীকে নিজ বাড়ি হতে গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের সামছুল হক চৌধুরীর ছেলে । একই রাতে উপজেলার ডুলিহাটা গ্রামে অভিযান চালিয়ে যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী শাহজাহান মিয়াকে গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের আঃ মালেক মিয়ার ছেলে। টঙ্গীবাড়ী থানা ওসি আলমগীর হোসাইন জানান, পৃথক স্থানে অভিযান চালিয়ে পুলিশ সাজাপ্রাপ্ত ওই ২ আসামীকে গ্রেফতার করে।