Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মনিরুল ইসলাম পারভেজ,চট্টগ্রাম: চট্টগ্রামের বেসরকারি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ১৭০ জন শিক্ষার্থীর হদিস নেই। বারবার তাগাদা দেওয়ার পরও তারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোন প্রকার যোগাযোগ করেনি। দীর্ঘদিন অপেক্ষার পরও কোন খোঁজ না পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন তাদের ভর্তি বাতিল করার চিন্তা করছে। শিক্ষামন্ত্রী ও পুলিশের নির্দেশের পর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আইআইইউসি কর্তৃপক্ষও তাদের বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করে। এর মধ্যে ১৭৬ জন শিক্ষার্থীর সঙ্গে তারা কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি। এই শিক্ষার্থীদের অনুপস্থিত হিসেবে দেখিয়ে তারা একটি তালিকা স্থানীয় সীতাকুন্ড থানায় জমা দেয়। তালিকায় নাম থাকা ছয়জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ফিরে আসলেও বাকিদের ব্যাপারে জানে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গি হামলার ঘটনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা দিতে চিঠি দেয় স্ব স্ব স্থানীয় থানা পুলিশ। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী ১০ দিন বা তার বেশি অনুপস্থিত থাকলে সে শিক্ষার্থীর নাম, পরিচয় মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুল ইসলাম এনবিএসটোয়েন্টিফোরকে বলেন, পুলিশ আমাদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত আছে এমন শিক্ষার্থীদের তালিকা চেয়েছিল। এরপর আমরা বিশ্ববিদ্যালয়ের সব ফ্যাকাল্টিতে দীর্ঘদিন ধরে ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা করে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। এদের মধ্যে ১৭৬ জন শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও আমরা তাদের পাইনি।পরে তাদের পূর্ণাঙ্গ পরিচয়ের তালিকা আমরা থানায় দিই।

তবে থানায় তালিকা দেওয়ার পর থেকে ছয়জন শিক্ষার্থী ফিরে এসেছে জানিয়ে রেজিস্ট্রার আরও বলেন, অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা পুলিশকে দেওয়ার পর ছয়জন শিক্ষার্থী ফিরে এসেছে। তারা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন না করাসহ নানা কারণে মুঠোফোন নম্বর বন্ধ থাকার কথা জানিয়েছে। এসব শিক্ষার্থীরা পুনঃভর্তি হয়েছে এবং নিয়মিত ক্লাস করছে এখন।

অনুপস্থিত ১৭০ শিক্ষার্থী সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত কী এমন প্রশ্নে আইআইইউসি রেজিস্ট্রার নুরুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে এমনিতেই দুই সেমিস্টার ক্লাসে অনুপস্থিত থাকলে শিক্ষার্থীদের ভর্তি বাতিল হয়ে যায়। এসব শিক্ষার্থীরা যেহেতু দীর্ঘদিন ধরে ক্লাসে অনুপস্থিত তাই তারা বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি বাতিলের পর্যায়ে রয়েছে।

এ ব্যাপারে সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান বলেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা নিয়েছিলাম। সবার বিষয়ে আমরা স্ব স্ব থানা পুলিশের মাধ্যমে খোঁজখবর নিচ্ছি। তবে এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে পাইনি।