নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কাদিয়াল নাউরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে তীব্র নিন্দা ও ঘৃনা প্রকাশ করে মৌন মিছিল করেছে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মহাদেবপুর উপজেলা শাখা।
গতকাল মঙ্গলবার বিকালে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ মৌন মিছিল করে। মৌন মিছিলটি শহরের বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মহাদেবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, বুজরকান্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানী ইসরাইল, কাদিয়াল-নাউরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী রানী মৈত্র, কুড়াপারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারুজ্জান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গত ১২ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার রাইগাঁ ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল আলম ওই ইউনিয়নের কাদিয়াল নাউরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী রানী মৈত্রকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মহাদেবপুর উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহারের হাতে স্মারকলিপি প্রদান করেন।