চট্টগ্রাম ব্যুরো: শিশুদের বিনামূল্যের টিকা দেয়ার সময় টাকা আদায়কালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এক স্বাস্থ্য সহকারীকে উত্তম-মধ্যম দিয়ে কর্তৃপক্ষের কাছে সোপর্দ করেছে জনতা। তার নাম নাজিম উদ্দিন চৌধুরী। নগরীর শুলকবহর ওয়ার্ডের ষোলশহর আবাসিক এলাকার আর্বান প্রাইমারি হেলথ কেয়ারে সেন্টারে এই ঘটনা ঘটে।
শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম এনবিএসটোয়েন্টিফোরকে বলেন, খবর পেয়ে তিনি মেয়রগলিস্থ সিটি কর্পোরেশন ষোলশহর আবাসিক এলাকার আর্বান প্রাইমারি হেলথ কেয়ারে সেন্টারে ছুটে যান। ওইসময় সেবা নিতে আসা ক্ষিপ্ত লোকজন ওই স্বাস্থ্যকর্মীকে ঘিরে রাখেন। স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী তাকে অভিযোগ করেছেন, চসিকের এই স্বাস্থ্যকর্মী শিশুকে টিকা দেয়ার বিনিময়ে কারো কাছ থেকে ৮০ টাকা, কারো কাছ থেকে ৪০ টাকা আবার কারো কাছ থেকে ১০০ টাকাও নিয়েছেন। অর্থাৎ রোগীকে ধমক দিয়ে যার কাছ থেকে যা পেয়েছেন হাতিয়ে নিয়েছেন। অথচ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন রোগীর ফি ৩০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করেছেন। সিটি মেয়রের সেই সিদ্ধাস্তকে অমান্য করে তিনি টাকা আদায় করছিলেন, যা হাতেনাতে ধরা পড়ে। তার ড্রয়ারে অনেকগুলি টাকাও পাওয়া গেছে। বিষয়টি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে জানালে তিনি ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। তখন জনগণ শান্ত হয়। তাকে ওই কেন্দ্র থেকে ক্লোজ করে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী এনবিএসটোয়েন্টিফোরকে বলেন, বিষয়টি মেয়র মহোদয়কে ফোনে এবং সচিবকে লিখিতভাবে জানানো হয়েছে। স্বাস্থ্য সহকারী নাজিম উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অনিয়মকারীকে ছাড় দেয়ার প্রশ্নই আসে না।