Wed. Oct 22nd, 2025
Advertisements

70বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার চুরিতে ব্যবহার করা ‘পেমেন্ট অর্ডারগুলোর’ মতো অবৈধ পরিশোধের আদেশ আরও দ্রুত শনাক্ত করতে গ্রাহকদের সহায়তার উদ্যোগ নিচ্ছে আন্তঃব্যাংক লেনদেনের মেসেজিং নেটওয়ার্ক সুইফট।

এ জন্য সুইফট প্রতিদিনের লেনদেনের প্রতিবেদন গ্রাহকদেরকে পাঠানোর পরিকল্পনা করেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
সুইফটের মাধ্যমে প্রতিদিন কয়েক ট্রিলিয়ন ডলারের আন্তঃব্যাংক লেনদেন হয়।কিন্তু চলতি বছর বাংলাদেশ ও অন্যান্য চুরির ঘটনা প্রকাশ পাওয়ার ‘অতি-সুরক্ষিত’ বলে পরিচতি এই পদ্ধতির উপর আস্থার সঙ্কট তৈরি হয়।
মঙ্গলবার এক বিবৃতিতে সুইফট বলেছে, ডিসেম্বর থেকে প্রতিদিন গ্রাহকদের লেনদেনের প্রতিবেদন (ডেইলি ভেলিডেশন রিপোর্ট) পাঠানো শুরু করবে।
এতে গ্রাহকের সুইফট টার্মিনাল থেকে পাঠালো মেসেজগুলোর তালিকা থাকবে, যাতে কোনো ভুয়া পরিশোধের নির্দেশ থাকলে ব্যাংকগুলো তা সহজেই শনাক্ত করতে পারে।
গ্রাহকের চিরাচরিত পরিশোধের ধরন থেকে লেনদেনের নির্দেশনায় কোনো বিচ্যুতি আছে কি না সে বিষয়েও ঝুঁকি বিশ্লেষণী প্রতিবেদন থাকবে।