রাজধানীর রামপুরায় ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল, রিনা বেগম এবং পরীক্ষক, ডিএনসিআরপি মোসাঃ রাবেয়া সিদ্দিক এ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান এনবিএসকে জানান, “আল মদিনা হোটেল এন্ড রেষ্টুরেন্ট” ৩৯০/সি, মালিবাগ, চৌধুরীবাড়ী, খিলগাঁও, ঢাকাতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং পরিবেশন করার অপরাধে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নুর মোহাম্মদ’কে ২০ হাজার টাকা, “সুপার রাজ্জাক মিষ্টান্ন ভান্ডার” ৩৭/২, ডিআইটি রোড, পূর্ব রামপুরা, ঢাকাতে পণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ উল্লেখ না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ রাখার অপরাধে মোঃ মানিক হোসেন’কে ২০ হাজার টাকা, “টিআই ফুড এন্ড ব্রেভারেজ ইন্ডাট্রিজ লিমিটেড” ৩১১, উলন, রামপুরা, ঢাকাতে লাইসেন্স ব্যতিত নোংরা পরিবেশে সরিষার তৈল উৎপাদন করার অপরাধে মোঃ আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা, “দেশীয় সুপার সপ এন্ড ফার্মা” ৩২২/ই, পূর্ব রামপুরা, ঢাকাতে মেয়াদ উর্ত্তীণ পণ্য সংরক্ষণ, বিদেশী পণ্যে আমদানীকারকের নাম উল্লেখ না থাকার অপরাধে মোঃ আঃ মতিন মোল্লাকে ৩০ হাজার টাকা এবং “নতুন কুড়ি সাইকেল ওয়ার্কস” ২১১ এইচ উলন, পশ্চিম রামপুরা, ঢাকাতে অগ্নি নির্বাপক যন্ত্রের মেয়াদ উর্ত্তীণ, ঝুকিপূর্ণ বৈদ্যুতিক লাইন ব্যবহার করার অপরাধে ইসমাইল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং রিনা বেগম।
সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান আরো জানান “ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে”।