Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

84kতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নদী ও পরিবেশকে বর্জ্যরে দূষণমুক্ত এবং সমাজ ও রাজনীতিতে জঙ্গির দূষণমুক্ত রাখতে হবে। বর্জ্য যেমন নদী ও পরিবেশকে দূষিত করে তেমনি জঙ্গিবাদ দূষিত করে রাজনীতি ও সমাজকে। সুস্থ, নিরাপদ ও আনন্দময় জীবনের জন্য এ দূষণমুক্তির বিকল্প নেই।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লবে ‘হালদার হাসি’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চলচ্চিত্রটির প্রযোজক এইচ এম ইব্রাহিমের সভাপতিত্বে আয়োজিত মহরত অনুষ্ঠানে হালদা নদীর মৎস্য সম্পদ ও নদীকেন্দ্রিক মৎস্যজীবীদের জীবনকে উপজীব্য করে নির্মিত হালদার হাসি সিনেমাটি দর্শকদের হৃদয় কাড়তে সম হবে বলে আশা প্রকাশ করেন অভ্যাগত অতিথিবৃন্দ।

এর পরপরই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মিলনায়তনে চলচ্চিত্রকার জাকির হোসেন রাজুর তত্ত্বাবধানে নির্মিতব্য ‘ভাল থেকো’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সাহসের সঙ্গে জীবন ও উন্নয়নের চাকাকে চলমান রেখে দেশের মানুষ জঙ্গিদের সমুচিত জবাব দেবে।’