Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানব্যক্তিগত গাড়ি অস্বাভাবিক ভাবে বাড়তে থাকায় এবং পরিবহন খাতে শৃঙ্খলা না থাকায় নগরীতে যানজট বাড়ছে। যে কারণে পরিবেশ দুষণের পাশাপাশি পায়ে হাঁটার সুস্থ্য পরিবেশ থাকছে না। এই অবস্থায় যানজটমুক্ত সুস্থ্য নগরী গড়তে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এক্ষেত্রে সরকারী বেসরকারী পর্যায়ে সম্মিলিত উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসকে সামনে রেখে আয়োজিত ‘যানজট ও দূষণমুক্ত নগরায়নে প্রয়োজন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ’ শীর্ষক আলোচনা সভায় নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা একথা বলেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ৪৪টি সংস্থার সমন্বয়ে গঠিত বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযাপন কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নির্বাহী পরিচালক জাকির হোসের মজুমদার। আলোচনায় অংশ নেন বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মুসলেহ উদ্দিন হাসান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সহ-সম্পাদক আদিল মুহাম্মদ খান, উপ-সচিব আনিসুর রহমান, ডাব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, পরিবেশ বাঁচাও আন্দোলন-পবার চেয়ারম্যান আবু নাসের খান, উদযাপন কমিটির আহ্বায়ক একেএম মাইন উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের মাহবুব রব্বানী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইফুল হক, ডিটিসিএ’র এনফোর্সমেন্ট অফিসার এসপি মোহাম্মদ জাকারিয়া, সাংবাদিক নিখিল ভদ্র, ঘুড়ি ফেডারেশনের শাহজাহান মৃধা বেনু, বাপার যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, উন্নয়নকর্মী দেবাশীষ ভট্টাচার্য্য, হাফিজুর রহমান ময়না প্রমুখ।

ডাব্লিউবিবি ট্রাস্টের প্রগ্রাম ম্যানেজার মারুফ হোসেনের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর-ই-আলম। ওই প্রবন্ধে বলা হয়, ঢাকা শহরে প্রাইভেট কারে পাঁচ শতাংশ ট্রিপ হয় এবং এজন্য সড়কের সত্তর ভাগ জায়গা দখল করে রাখে। অপরদিকে বাস, রেল, নৌপথ, হাঁটা ও রিকশা এ সকল মাধ্যমে ৯৫ শতাংশ চলাচল হলেও এ মাধ্যমগুলির জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়নি। তাই অনেকেই বাধ্য হয়েই প্রাইভেট কার কিনছেন। হাঁটা, সাইকেল, রিকশার সঙ্গে সমন্বয় করে উন্নত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা হলে প্রাইভেট কারের উপর নির্ভরশীলতা কমানো সম্ভব। এজন্য মানসম্মত গণপরিবহন ব্যবস্থা চালু ও সঠিক ও নীতি পরিকল্পনার মাধ্যমে প্রাইভেট কার নিয়ন্ত্রণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মুসলেহ উদ্দিন হাসান বলেন, বিশ্ব গাড়িমুক্ত দিবসের উদ্দেশ্য হলো মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। মানুষকে অযান্ত্রিক যান ও গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে হবে। এজন্য ধারাবাহিক কাযক্রম গ্রহন করতে হবে এবং পরিকল্পনা, নীতিমালায় অযান্ত্রিক যান ও গণপরিবহন ব্যবস্থার মান উন্নয়নের বিষয়টি প্রাধান্য দিতে হবে।

নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, ব্যক্তিগত গাড়ির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বর্তমানে বড় শহরগুলোতে এ সমস্যা দেখা যাচ্ছে। ভবিষ্যতে ছোট শহরগুলোতেও এ সমস্যা ছড়িয়ে পড়বে। কাজেই বিভাগীয় ও জেলা পর্যায়ে গণপরিবহন সেবা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব।

উপ-সচিব আনিসুর রহমান বলেন, গণপরিবহন ব্যবস্থা যথাযথ না হওয়ায় ব্যক্তিগত গাড়ি ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। যার ফলে যানজটের মাত্রা বেড়েই চলেছে। সম্পতি রিভাইজ এসটিপি গৃহিত হয়েছে। যেখান গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন প্রাধান্য পেয়েছে। যা ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণে সহায়ক হবে।

ডাব্লিউবিবি ট্রাস্টের সাইফুদ্দিন আহমেদ বলেন, সমস্য তৈরি হচ্ছে যেখান থেকে সেখানে আঘাত করতে হবে। নগরীতে ¯্রােতের মতো মানুষ আসার পথ বন্ধ করতে হবে। রাজধানী কেন্দ্রীক নয়, সারা দেশকে উন্নয়ন পরিকল্পনায় আনতে হবে। বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, যানজট নিরসনে প্রাইভেট কার নিয়ন্ত্রণ এবং অন্যান্য ছোট ও মাঝারি শহরের উন্নয়ন করা প্রয়োজন। যেখানে কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি করা হলে ঢাকার উপর চাপ কমবে।

পরিবেশ বাঁচাও আন্দোলন-পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, পাবলিক পরিবহন, হাঁটা, সাইকেল ও রিকশাকে উপেক্ষা করার কারণেও মানুষ প্রাইভেট ক্রয়ের দিকে ঝুকে পড়ছে। এজন্য ভালো মানের বাস নামানো এবং তার সঙ্গে বাস ও সাইকেলের জন্য পৃথক লেন, যাত্রী ছাউনী প্রদান, ফুটপাত ও রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করা প্রয়োজন।

উদযাপন কমিটির আহ্বায়ক একেএম মাইনুদ্দিন বলেন, আমাদের যাতায়াত ব্যবস্থা রেল ও নৌপথকে প্রাধান্য না দিয়ে শুধু সড়ক কেন্দ্রিক হওয়ায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে প্রাইভেট কারের ব্যবহার বৃদ্ধিতে যানজট বেড়েছে। যাতায়াত ব্যবস্থাকে স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যেই বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবসের আয়োজন।
উল্লেখ্য, এই দিবসটিকে সামনে রেখে আজ বুধবার নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণসহ প্রচারাভিযান চালানো হবে। আগামীকাল বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংক্ষিপ্ত আলোচনা, সাংস্কৃতিক কর্মকান্ড ও দেশীয় খেলাধুলাসহ নানা আয়োজন থাকবে। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।