Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

meher-afroz-chumkiমহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের মৃত্যুদন্ডপ্রাপ্ত খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।

তিনি বলেন,এসব আত্মস্বীকৃত খুনীদের রক্ষা করতে যারা দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, তারা বোকার স্বর্গে বাস করছে।

আজ জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে ‘বিদেশে আশ্রয়রত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত মৃত্যুদন্ডপ্রাপ্ত খুনীদের দেশে ফেরত দেয়ার দাবিতে ’ জনমত গঠন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

প্রতিমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুর খুনীদের বিচার চায়না এবং হত্যাকারীদের লালন করে- তারাই দেশে সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয় দিয়ে যাচ্ছে । এসব খুনীদের বিচার বাংলাদেশের মাটিতে হবে ।

মেহের আফরোজ চুমকি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকান্ডের মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। কুচক্রীরা দেশে ইনডেমনিটি কালো আইন অধ্যাদেশ তৈরি করেছিল। বিভিন্ন দূতাবাসে গুরুত্বপূর্ণ পদে তাদের দোসরদের নিয়োগ দিয়েছিল।

তিনি বলেন, জঙ্গিদের আইনী প্রক্রিয়ার মধ্য দিয়ে কিভাবে বিচার করতে হয় তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন । তাদের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে।

সংগঠনের ঢাকা মহানগর সভাপতি ও সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ঢাবি’র উপ উপাচার্য অধ্যাপক ড.আক্তারুজ্জামান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম,স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস এবং সংগঠনের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক করিম আহমেদ।