Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

86kবস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, বর্তমান সরকারের সফল নেতৃত্বে দেশে এক সময় সোনালী আঁশ হিসেবে পরিচিত পাটের হারানো ঐতিহ্য ফিরে এসেছে।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ সুষ্ঠুভাবে শতভাগ বাস্তবায়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শ্রীঘ্রই আরো বারোটি পণ্য মোড়কীকরণের ক্ষেত্রে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হবে । তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটের সুদিন ফিরিয়ে আনার লক্ষ্যে ইতোমধ্যে পাটকে কৃষিপন্য হিসাবে ঘোষণা করেছেন ।

গতকাল সচিবালয়ের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভা কক্ষে পাট বিষয়ক উপদেষ্টা কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন ।

সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব এম এ কাদের সরকার , বিজেএমসি চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল আনোয়ারসহ স্বরাষ্ট্র , অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়,বাংলাদেশ ব্যাংক, পরিকল্পনা কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং পাট বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পাটজাত পণ্যকে কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের তালিকাভূক্ত করায় প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণাকে জরুরী ভিত্তিতে বাস্তবায়ন বিষয়ে অগ্রগতি পর্যালোচনা হয়।

পাটশিল্পের ব্লক ঋণ ফেরত দেয়ার সময় ৫-বছর থেকে বৃদ্ধি করে ১০-বছর করার বিষয়ে আলোচনা হয় । ইডিএফ ফান্ডের ন্যায় পাটশিল্পের জন্য শতকরা ২ ভাগ সুদে ৫০০০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল তৈরী করার বিষয়ে আলোচনা হয় ।
এছাড়া সভায় পাটশিল্পকে বাংলাদেশ ব্যাংকের গ্রীন ফান্ডিংয়ের আওতায় নিয়ে আসা, ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে এক অংকে আনা সহ সরকারি ও বেসরকারি ব্যাংকের সুদের হার সমতায় আনার বিষয়ে আলোচনা করা হয় ।

সভায় মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন জেডিপিসিতে বহুমূখী পাট পণ্যের অত্যধুনিক ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করবেন এবং দ্রততার সাথে দেশের সব বিভাগীয় ও জেলা শহরে অত্যধুনিক ডিসপ্লে সেন্টার স্থাপন করার কাজ হাতে নেওয়া হবে ।