আজ ২১ সসেপ্টেম্বর বান্দরবন জেলায় বাংলাদেশ স্কাউটসের উদ্দ্যোগে” বিশ্ব শান্তি দিবস” উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস বান্দরবান জেলার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক দিদারুল আলম মোঃ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস এর সহ-সভাপতি শিক্ষিকা সীমা দাশ, সম্পদ বড়ুয়াসহ জেলা কর্মকর্তাবৃন্দ ও বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। র্যালীটি বান্দরবান শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ জায়গা ঘুরে বান্দরবান জেলা প্রশাসক কাযালয়ের সামনে এসে আলোচনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।