খোলা বাজার২৪, বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে সরকারী খাস ১ নং খতিয়ানের মসজিদ নির্মাণের জন্য গ্রামবাসীর দখলে থাকা ৩ একর ভূমি একই গ্রামের বিএনপি ও জামায়াতকর্মীরা জবর দখল করে ও নিরীহ মানুষের উপর হামলার ঘটনার প্রতিবাদে এবং গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় এলাকাবাসীর উদ্যোগে রাঙ্গামাটি পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন,গ্রামবাসীর পক্ষে সুনামগঞ্জ জেলা সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জহুর মিয়া, গৌরারং ইউনিয়ন সৈনিকলীগের সভাপতি মিজানুর রহমান,শওকত মিয়া ও মোঃ ফারুক মিয়া প্রমুখ।
উল্লেখ্য গত ১৩ সেপ্টেম্বর ঈদুল আযহার নামাজ শেষে একই গ্রামের বিএনপি জামায়াত শিবির সমর্থিত মোঃ মজিবুর রহমান,আলী আহমদ,জমিরুল ইসলাম গংরা দীর্ঘ ৫০ বছর ধরে ৩ একর খাস জমিতে গ্রামবাসী মিলে মসজিদ নির্মাণের জন্য জায়গা নির্ধারন করে রাখা ভূমিটুকু তারা জোরপূর্বক দখল করে দেশীয় অন্ত্র নিয়ে হামলা চালায় । এতে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় ঐদিন নামাংঙ্কিত ব্যাক্তিদের আসামী করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। অবিলম্বে মসজিদের জায়গা উদ্ধার ও হামলাকারীদের গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিকট জোর দাবী জানান।