খোলা বাজার২৪, বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী বলেছেন, মান্নান ভাই ছিলেন রাজনৈতিক কর্মী সৃষ্টির একজন সৃজনশীল কারিগর। কর্মীদের সঙ্গে তাঁর অন্তরঙ্গ সহাবস্থান দলের ভিত্তিতে সুদৃঢ় করেছে। তাই তিনি সকল রাজনীতিকের কাছে একজন আদর্শিক শিখা হিসেবে প্রজ্জ্বলিত হয়ে থাকবেন। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ লিবারেশন ফোর্সের পূর্বাঞ্চলীয় উপ-অধিনায়ক, সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এম.এ. মান্নান’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তাঁর কবরস্থান প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের সবার মধ্যে রাজনৈতিক উচ্চা-আকাক্সক্ষা থাকতে হবে। তবে তা যেন মোহ ও লোভমুক্ত থাকে। আজকের প্রেক্ষিতে এই বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে। এতে দেশ, জাতি ও দলের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হবে। আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ কলঙ্কমুক্ত। আর তাই আওয়ামী লীগের পতন মানে ৭১’র পরাজিত শক্তি ও তাদের দোসরের পুন:উত্থান ঘটবে। এই সত্যটিকে উপলব্ধি করে মানুষের মাঝে দলের অবস্থানকে নিশ্চিত করতে হবে এবং জনপ্রতিনিধিদেরও উচিত জনগণের বিরুদ্ধে অবস্থান না নেয়া। তাহলে একদিন জনগণই তাদের অস্থিত্ব টিকিয়ে রাখবে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এম.পি ও রাষ্ট্রদূত আলহাজ্ব নুরুল আলম চৌধুরী বলেন, মান্নান ভাই আপাদমস্তক একজন পরিচ্ছন্ন রাজনীতিক ছিলেন। তাঁর মতো কয়েকজন ত্যাগী এবং জেল-জুলুমের শিকার নেতাদের মধ্যে তিনি অন্যতম। তাঁর ছায়ায় পরিশুদ্ধ থাকার প্রয়াস চালিয়েছি। আজকের তরুণ প্রজন্মকে মান্নান ভাইয়ের জীবন ও কর্ম থেকে পাঠ নিতে হবে। তাঁকেই অন্তরে ধারণ করতে পারলে তরুণ প্রজন্ম পরিশুদ্ধ হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, মান্নান ভাইয়ের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আমি তাঁকে কাছ থেকে দেখেছি। তিনি জনকল্যাণমুখী রাজনীতির সাধনা করে গেছেন; কর্মীদের কাছে তিনি একজন শিক্ষক ছিলেন এবং কর্মীদের সাথে বন্ধুর মতো আচরণ করতেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ আজ কঠিন সময় অতিক্রম করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। এই মর্যাদাকে লুণ্ঠিত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে সম্পৃক্ত করে জনকল্যাণমুখী রাজনৈতিক ভিত্তিকে শক্তিশালী করতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম.এ. সালাম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, এম.এ. রশিদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব সফর আলী, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের আবুল হাশেম বাবুল, শামসুল আলম, আবুল বশর। এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভাশেষে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুম এম.এ. মান্নানের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর দোয়া মাহফিল পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আবদুচ ছালাম।
এদিকে আলোচনা শেষে বুধবার, সকালে নগরীর চট্টশ্বরী মোড়স্থ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বীর সেনাদ্বীদয় জননেতা জহুর আহমদ চৌধুরী ও এম. এ মান্নান স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ ও জহর-মান্নান চত্বর এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।