খোলা বাজার২৪, বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬: মযনুল হক, নীলফামারী : সাইফুল ইসলাম(৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নির্মানাধীন ভবনের পেছনের একটি গাছে দড়ি দিয়ে গলায় ফাস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক নীলফামারী জেলা শহরের শান্তিনগর মহল্লার মফেল উদ্দিনের ছেলে।
জানা যায় নীলফামারীর উকিলের মোড়ের রুসু এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কিশোরগঞ্জ উপজেলার হাসপাতাল চত্বরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের নতুন ভবন নির্মানের কাজ করছে। সাইফুল ইসলাম সেখানকার কেয়ার টেকার হিসাবে কর্মরত ছিল। সকালে হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের লোকজন খাবার পানি সংগ্রহের জন্য নলকুপে গেলে তারা সাইফুলের মরদেহ ঝুলতে দেখে। তবে এটা পরিকল্পিত হত্যা না আতœহত্যা এ নিয়ে রহস্য দেখা দিয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে লাশ উদ্ধার করা হয়। পাশাপাশি জেলার মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে।