Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬:: রংপুরে বাফার গুদামে ধারণ ক্ষমতার চেয়ে ইউরিয়া সার বেশি মজুদ রয়েছে। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় নষ্ট হচ্ছে হাজার হাজার টন ইউরিয়া সারের গুণগত মান। এই সার ব্যবহার করলে ফলন বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। রংপুর নগরীর লালবাগ এলাকায় বাফার গুদামে দিনের পর দিন এভাবেই খোলা আকাশের নিচে পড়ে আছে হাজার হাজার বস্তা ইউরিয়া সার। ৫ হাজার টন ধারণক্ষমতা থাকলেও গুদামে মজুদ আছে প্রায় ১৫ হাজার টন সার। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বেশিরভাগ সারের গুণগত মান কমে যাচ্ছে। এ কারণে সার কিনতে এসেও ফিরে যাচ্ছেন ডিলাররা। কৃষকরা বলছেন, খোলা আকাশের নিচে পড়ে থাকায় সারের বস্তা জমাট বেঁধে নষ্ট হয়ে গেছে। এতে করে জমিতে এই সার দিলে সুফল পাওয়া যাবে না বলে কৃষকরা জানান । এ’বিষয়ে কথা বলতে গেলে সরাসরি উত্তর দিতে রাজি হননি গুদাম কর্মকর্তা।