খোলা বাজার২৪, বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬: জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি ও সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে গতকাল বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবা গ্রহিতাদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। টিআইবির সচেতন নাগরিক কমিটির আয়োজনে ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় জেনারেল হাসপাতালের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: শহিদুল ইসলাম।মতবিনিময় সভায় উম্মোক্ত আলোচনা পর্বে অংশ গ্রহণকারী সেবা গ্রহিতাসহ উপস্থিত সকলের হাসপাতালে সেবা সম্পর্কিত সমস্যা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিভিল সার্জন ডা: শহিদুল ইসলাম। সনাকের সহ-সভাপতি তানভীর হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: সাখাওয়াত হোসেন, সনাক সদস্য ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবণী, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. রাশিদুজ্জামান প্রমুখ। এছাড়াও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকসহ সকল চিকিৎসক , সাংবাদিক ও দুর দুরান্ত থেকে আগত সেবা গ্রহিতা রোগীরা উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন।